গাইবান্ধায় তিস্তার ভাঙন রোধে এলাকাবাসীর আন্দোলন
গাইবান্ধা সদরের কামারজানী ও গিদারী এলাকায় তিস্তা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। এ নদীর ভাঙন রোধে বিভিন্ন আন্দোলন চলমান রেখে রোববার (৬ অক্টোবর) এলাকাবাসী এক মাননবন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. আজিজ, কামারজানী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মারুফ হাসান, সমাজসেবক আ. মান্নান তারা মিয়া, ইউপি সদস্য সেকেন্দার আলী, গিদারী ইউনিয়নের যুবলীগ ওয়ার্ড সাধারণ সম্পাদক রিপন মিয়া, কৃষকলীগ ওয়ার্ড সভাপতি রায়হান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এখনই এই তিস্তা নদীর ভাঙন রোধে পদক্ষেপ না নিলে কামারজানীর করাইবারী, ডাঙ্গার হাটসহ আশপাশের কয়েকটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে। বিলীন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তারা।