গাইবান্ধায় ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা সদর উপজেলায় দুলু মিয়া (৪০) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) সকালে তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত দুলু মিয়া উপজেলার বোয়ালী ইউনিয়নের পেয়ারাপুর গ্রামের কেরামতুল্লাহ মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, দুলু মিয়া শুক্রবার (৪ অক্টোবর) রাতে বাড়ির পাশে দারোগার ভিটা নামক স্থানে মাছ ধরার জন্য বের হয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে সেখানেই তার মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখা যায়।

বিজ্ঞাপন

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহারিয়ার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুলু মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হলো তা জানতে অভিযান চলছে।