গাইবান্ধায় পেঁয়াজের মজুত ঠেকাতে মাঠে নেমেছে প্রশাসন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধায় পেঁয়াজের মজুত ঠেকাতে মাঠে নেমেছে প্রশাসন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধায় পেঁয়াজের মজুত ঠেকাতে মাঠে নেমেছে প্রশাসন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা জেলা প্রশাসকের নির্দেশে পেঁয়াজের মজুত ঠেকাতে বিভিন্ন উপজেলা পর্যায়ের হাট-বাজারগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) স্ব স্ব উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

জানা যায়, জেলার বিভিন্ন কাঁচামাল ব্যবসায়ী পেঁয়াজ মজুত রেখে সংকট সৃষ্টি করেছে। যার ফলে বেশি দামে খুচরা বাজারে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এ ধরণের সিন্ডিকেট যাতে কেউ তৈরি করতে না পারে সেজন্য প্রশাসনের এ উদ্যোগ।

বিজ্ঞাপন

এ সময় সাধারণ ক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, কাঁচা বাজারে পেঁয়াজের অতিরিক্ত মজুত না করা, সকল দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত মূল্য না নেওয়ার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।