দুর্গাপূজা বাঙালির জাতীয় উৎসব: খন্দকার মোশাররফ হোসেন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

খন্দকার মোশাররফ হোসেন। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

খন্দকার মোশাররফ হোসেন। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘শারদীয় দুর্গাপূজা বাঙালির জাতীয় উৎসব। এখানে উৎসবটাই প্রধান, আর ধর্মটা উপলক্ষ।’

তিনি বলেন, ‘বিশেষ করে ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা অত্যন্ত জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে সারাদেশে ফরিদপুরের সুনাম রয়েছে। ফরিদপুরে সবাই সব ধরনের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন।’

বিজ্ঞাপন

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর শহরের ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপের জন্য বরাদ্দকৃত জিআর চালের ডিও প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ফরিদপুর সদর উপজেলার ১৯৬টি পূজামণ্ডপে মণ্ডপ প্রতি ৫শ কেজি করে ৯৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।