হামলায় গর্ভবতী আহত, সিজারের পর নবজাতকের মৃত্যু!

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

মাদারীপুরের সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক গর্ভবতীসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত গর্ভবতীর সিজারের পরে নবজাতক শিশুটি মারা যায়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার জহিরুল হাওলাদারের সঙ্গে তার চাচাতো ভাই মিলন হাওলাদারের পারিবারিক বিরোধ রয়েছে। এর জের ধরে আজ সকালে জহিরুল তার সমর্থকদের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতভাবে মিলনের লোকজনের ওপর হামলা চালায়। এতে মিলনের ছোট ভাইয়ের গর্ভবতী স্ত্রী জিতু আক্তারসহ ৫ জন গুরুতর আহত হয়। পরে তাদের সবাইকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর গর্ভবতী জিতুর অবস্থা গুরুতর হলে সিজার করার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। সেখান থেকে পাশের প্রত্যাশা প্রাইভেট হাসপাতালে জিতুর সিজার করা হয়। তবে সিজারের পর তার নবজাতক শিশুটি মারা যায়।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজনরা।

মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।