টান্সফর্মার লাগাতে গিয়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

টান্সফর্মারে কাজ করতে যেয়ে বিদ্যুৎকর্মী নিহত

টান্সফর্মারে কাজ করতে যেয়ে বিদ্যুৎকর্মী নিহত

বিদ্যুতের টান্সফর্মার লাগাতে গিয়ে নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরে নূরে আলম (২৫) নামে এক বিদ্যুৎ কর্মী নিহত হয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কেন্দুয়া পৌর শহরের দিগদাইর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত নূরে আলম নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলীগাতী ইউনিয়নের আমআটি গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে।

জানা গেছে, বুধবার বিকেলে বিদ্যুৎ কর্মী নূরে আলম দিগদাইর পূর্বপাড়া গ্রামে পল্লীবিদ্যুতের একটি খুঁটির ওপরে টান্সফর্মার লাগানোর কাজ করছিলেন। এ সময় সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং তার মৃতদেহ খুঁটির ওপরে বেশ কিছু সময় ঝুলে থাকে। পরে খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ বিদ্যুতের খুঁটির ওপর ঝুলে থাকা নূরে আলমের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত বিদ্যুৎ কর্মী নূরে আলম সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বাসিন্দা ও পল্লীবিদ্যুতের ঠিকাদার জীবন বাবুর অধীনে কাজ করতেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’