চাঁদপুরের মেঘনায় ট্রলার ডুবি, চালক নিখোঁজ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চাঁদপুরের মেঘনা নদীতে কাঠবোঝাই ট্রলার ডুবিতে ট্রলারের চালক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ চালক মফিজ মিয়া শরীয়তপুর জেলার বালাকান্দি গ্রামের বাসিন্দা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সাড়ে ১১টায় পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মিলনস্থল মোলহেড এলাকায় ঘূর্ণিতে পড়ে ট্রলারটি ডুবে যায়।

বিজ্ঞাপন

সকালে ট্রলারটি কাঠবোঝাই করে শরীয়তপুর থেকে চাঁদপুরের পুরানবাজারের উদ্দেশ্যে রওনা দিলে এ ঘটনা ঘটে। এসময় কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেন সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচে যান।

নৌ পুলিশের উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন ও ফরহাদ হাবিব নিশান জানায়, ট্রলারে থাকা ব্যবসায়ী আলমগীর হোসেন গাছের গুড়ি ধরে সাঁতরে তীরে উঠতে পারলেও ট্রলারের চালক মফিজ মিয়া পানির ঘূর্ণিতে তলিয়ে যান। এ ঘটনায় নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালায়। এখনও পর্যন্ত নিখোঁজ চালকের সন্ধান পাওয়া যায়নি।