আশ্বিনে শ্রাবণের বৃষ্টি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মেহেরপুরে আশ্বিনে শ্রাবণের বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে কিছুটা শীতের আবহ সৃষ্টি হলেও বর্ষার আমেজ বিদ্যমান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছে, এমন বৃষ্টিতে আমন ধান ও গ্রীষ্মকালীন সবজির উপকার হচ্ছে। তবে ভারী বর্ষণ হলে সবজি ক্ষেতের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

চলতি বর্ষা মৌসুম পেরিয়ে গেছে। ঋতুতে শরৎ। যা না শীত, না গরম। এবারের বর্ষা মৌসুমে এ অঞ্চলে তেমন বৃষ্টিপাত হয়নি। পক্ষান্তরে তীব্র গরমে যেন পাল্টে গেছে স্বাভাবিক প্রকৃতি পরিবেশ। যা আমন ধান উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে।

এদিকে গুঁড়ি গুঁড়ি এই বৃষ্টি জেলার জন্য উপকার বয়ে আনলেও স্বাভাবিক কাজকর্মে ভাটা পড়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষের চলাফেরায় দেখা দিয়েছে কিছুটা দুর্ভোগ। রেইনকোট আর ছাতা আজ তাদের জরুরি অনুষঙ্গ।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আখতারুজ্জামান জানান, আজ পর্যন্ত যা বৃষ্টিপাত হয়েছে তাতে আমন ধান ও সবজির জন্য উপকার হবে। ভারী বর্ষণ হলে সবজি চাষিদের করণীয় বিষয়ে মাঠ পর্যায়ে পরামর্শ দেয়া হচ্ছে।

বিজ্ঞাপন