হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর কাজী দুলালের ইন্তেকাল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর কাজী দুলাল, ছবি: সংগৃহীত

হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর কাজী দুলাল, ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড টোরাগড় গ্রামের কাউন্সিলর কাজী দুলাল হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

বিজ্ঞাপন

চলতি বছরের ২৯ জুলাই হাজীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের উপ- নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। শপথ গ্রহণের একমাসের মাথায় তিনি মারা গেলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে তাকে হাজীগঞ্জ বাজারের বিসমিল্লাহ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার দুই স্ত্রী, এক ছেলে ও পাঁচ কন্যা সন্তান রেখে গেছেন।

তার মৃত্যুতে হাজীগঞ্জ পৌরসভার মেয়র মাহবুব-উল- আলম লিপন ও পৌর কাউন্সিলররা গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

হাজীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের নির্বাচিত (২০১৫ সালের নির্বাচনে) কাউন্সিলর আবুল কাশেম বার্ধক্যজনিত কারণে মারা গেলে উপ-নির্বাচনে কাজী দুলাল নির্বাচিত হন।

কাজী দুলাল চট্টগ্রাম বিভাগীয় মাদক ব্যবসায়ীর তালিকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে প্রায় ১৫টি মামলা ছিল। তারপরও তিনি নির্বাচনে বিজয়ী হয়ে সবার নজর কেড়ে নেন।