বরগুনায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরগুনার সদর উপজেলায় প্রধান সড়কের পাশে প্রায় ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ও আবু বকর সিদ্দিকী। সদর উপজেলার ক্রোক স্লুইজ ও সদরের সনিয়া সিনেমা হলসহ সদর রোডের বিভিন্ন জায়গায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, এই উচ্ছেদ অভিযানে দুইটি জুয়া খেলার আস্তানাসহ প্রায় ৪০টির মতো ছোট বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বার্তা টোয়েন্টিফোর.কমকে বলেন, ‘দুইটি জুয়া খেলার আস্তানাসহ ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমাদের এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।’