কালকিনিতে ৭শ’ মণ পাট পুড়ে ছাই

  • Ferdous MJ
  • |
  • Font increase
  • Font Decrease

কালকিনিতে পাটের গুদামে অগ্নিকাণ্ড

কালকিনিতে পাটের গুদামে অগ্নিকাণ্ড

মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় একটি পাটের গুদামে আগুন লেগে প্রায় ৭শ’ মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার শিকারমঙ্গল মিয়ারহাট বন্দরে মোফাচ্ছের নামে এক ব্যবসায়ীর পাটের গুদামে আগুনের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


এলাকাবাসী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গুদামে রাখা ৭শ’ মণ পাট পুড়ে ছাই হয়ে যায়।

মাদারীপুর ফায়ার স্টেশনের সাব অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, দুপর একটার দিকে আগুন লাগলে ব্যবসায়ীরা আমাদের অবগত করেন। আমাদের দুটি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে।