মেহেরপুরে ট্রাকের ধাক্কায় রিকশা চালক নিহত
মেহেরপুরে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় ইঞ্জিন রিকশা চালক মোস্তাকিম (২৬) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার চাঁদবিল-মুজিবনগর বাইপাস সড়কের কোলা খালপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম চুয়াডাঙ্গা জেলার দামড়হুদা উপজেলার চাড়লিয়া গ্রামের রহমত আলীর ছেলে। ইঞ্জিন রিকশা চালানোর পাশাপাশি সে দামুড়হুদার হোগলডাঙ্গা কলেজে একাদশ শ্রেণিতে লেখাপড়া করছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাকিম তার ভাইয়ের ইঞ্জিন রিকশা চালিয়ে নিজ বাড়ি থেকে মেহেরপুরের আমঝুপি বাজারে যাচ্ছিল। বাইপাস সড়ক দিয়ে আমঝুপি বাজারের দিকে প্রবেশের সময় পাথরবোঝাই এক ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইঞ্জিন রিকশাটি রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মুস্তাকিমের মৃত্যু হয়।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্দারা খান বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।