সৌদি ফেরা হলো না অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার

  • ডি‌স্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

নজরুল ইসলাম গাজী। ছবি: সংগৃহীত

নজরুল ইসলাম গাজী। ছবি: সংগৃহীত

চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম গাজী (৭৬) নামে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরের বাবুরহাট জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত নজরুল ইসলাম গাজী চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামের মো. ওসমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে নজরুল ইসলাম সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। এরপর সৌদিতে চলে যান। সেখানে দীর্ঘদিন চাকরি করেন তিনি। কিছুদিন আগে দেশে আসেন। আগামী ২ অক্টোবর তার পুনরায় সৌদিতে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু আজ সন্ধ্যায় ওই এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় মারা যান তিনি।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।