গাইবান্ধায় বজ্রপাতে শ্রমিকসহ ২ গাভীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাইবান্ধায় ফুলছড়ি ও পলাশবাড়ী উপজেলায় পৃথক দুইটি বজ্রপাতের ঘটনায় হায়দার আলী (৪৬) নামের এক শ্রমিকসহ দুই গাভীর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, ফুলছড়ি উপজেলার উড়িয়া এলাকার কছিম উদ্দিনের ছেলে হায়দার আলী রোববার দুপুরে অন্যের জমিতে ধানচারা রোপণ করতে যান। এ সময় বজ্রপাত হলে হায়দার আলী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে উড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহাতাব উদ্দিন জানান, হায়দার আলী একজন গরীব মানুষ। অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।’

এদিকে, পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা গ্রামের রমজান আলীর ছেলে আবদুল জলিল মিয়ার গৃহপালিত দুইটি গাভী বাড়ির পাশের ফাঁকা মাঠে বাঁধা ছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে গাভী দুটি মারা যায়।

মনোহরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান জানান, মৃত গাভীর দুইটির মূল্য প্রায় দেড় লাখ টাকা।