ডেঙ্গু প্রতিরোধে সরকারের অবহেলা নেই: হানিফ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মাহবুব-উল-আলম হানিফ

সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মাহবুব-উল-আলম হানিফ

ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোন অবহেলা নেই, মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ এমপি।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোন অবহেলা নেই, ডেঙ্গু প্রতিরোধে সরকার সর্বদা চেষ্টা চালাচ্ছে, মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে। মানুষকে আরও সচেতন করতে হবে।

বিজ্ঞাপন

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন হানিফ।


আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, সারা দেশে সরকারের পক্ষে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনায় কাজ চলমান থাকায় ইতিমধ্যেই ঢাকাসহ বড় বড় শহরে ডেঙ্গু রোগী কমে এসেছে, কিন্তু জেলা পর্যায়ে উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে।

হানিফ বলেন, জেলা পর্যায়ে মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে। এ নিয়ে সরকারের নির্দেশে স্থানীয় পর্যায়ে সকল প্রশাসন একসাথে কাজ করছে। আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে।

এ সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার নুরুন নাহার বেগম, কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার রওশানারা বেগম, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মুসতানজিদ, ডা. এস এম মুসা কবির উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমানে ৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত পুরো জেলায় মোট ৯৪৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।