চালের বস্তায় পলিথিন ব্যবহার, ৩ দোকানিকে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আইন অমান্য করে চালের বস্তায় পলিথিন ব্যবহার করায় মেহেরপুরে তিন দোকানিকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুরের বামন্দী বাজারের বিভিন্ন চালের দোকানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক ইসলাম। এ সময় ওই জরিমানা করেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, চালের বস্তায় পলিথিন ব্যবহার করায় ওই বাজারের দোকানি রেজাউল ইসলামকে ১০ হাজার, মোমিন মিয়াকে ১০ হাজার ও নাজমুল হোসেনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে আর পলিথিন ব্যবহার নয় এমন মুচলেকা ও জরিমানা পরিশোধ করে কারাদণ্ডের হাত থেকে রক্ষা পান তারা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চালসহ বিভিন্ন খাদ্য পণ্যে পলিথিনের পরিবর্তে চটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক। বামন্দী বাজারের বিভিন্ন চালের দোকানে অভিযান চালিয়ে পলিথিন ও চটের বস্তা ব্যবহারের বিষয়টি পর্যবেক্ষণ করেন ভ্রাম্যমাণ আদালত।