গাংনীতে একদিনে ১১ ডেঙ্গু রোগী শনাক্ত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা টোয়েন্টিফোর.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ১১জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) হাসপাতালে চিকিৎসা নিতে এসে নতুন ১১ জন রোগী শনাক্ত করা হয়। এ নিয়ে গাংনী উপজেলায় মোট ডেঙ্গু রোগীর শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৪ জনে। অন্যদিকে জেলায় মোট ১৫৩জন রোগী শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/24/1566654409712.jpg

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিডি দাস বলেন, ‘শনিবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১১ জনের রক্তে ডেঙ্গু এনএচ-১ পজিটিভ পাওয়া গেছে। যাদের সকলেই স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত। বিভিন্ন গ্রাম থেকে এ রোগীগুলো হাসপাতালে এসেছেন। আক্রান্তদের ৪ জনের শারীরিক অবস্থা বেশ ভালো। তাই তারা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত এ হাসপাতালে ১১জন ভর্তি রয়েছেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/24/1566654423561.jpg

এদিকে, মেহেরপুর জেনারেল হাসপাতালে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৫১ জন, মুজিবনগরে ৮ জন এবং গাংনী হাসপাতালে ৯৪ জন মিলে জেলায় এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৩ জনে। মেহেরপুর জেনারেল হাসপাতালে যারা শনাক্ত হয়েছেন তাদের বেশিরভাগই জেলার বাইরে থেকে আক্রান্ত হয়ে এখানে এসে ভর্তি হয়েছেন।

অপরদিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গাংনী হাসপাতাল) যারা শনাক্ত হয়েছেন তাদের বেশিরভাগই স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ উপজেলার বিভিন্ন গ্রামে এডিস মশা ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।