পঞ্চগড়ে ঋণের বোঝা মাথায় নিয়ে কৃষকদের আমন চাষ

  • মোহাম্মদ রনি মিয়াজী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম,পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

ঘুরে দাঁড়াবার চেষ্টায় আমন চাষ শুরু করেছেন কৃষকরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঘুরে দাঁড়াবার চেষ্টায় আমন চাষ শুরু করেছেন কৃষকরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দেশের প্রান্তিক জেলা পঞ্চগড়ের ৫ উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানের পরিচর্যা কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বোরো ধানের মৌসুম যেতে না যেতেই আমন মৌসুমের আগমনে চারা রোপণের ধুম পড়েছে বিভিন্ন এলাকায়। চলতি মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ গত মৌসুমের চেয়ে বেশি হলেও সার ও বীজের দাম বাড়তি থাকায় ধান চাষের আগেই লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা।

এদিকে, বোরো মৌসুমে ধানের দাম কম হওয়ায় লোকসান গুনেছেন কৃষকরা। লোকসানের বোঝা মাথায় নিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টায় আমন মৌসুমে চারা রোপণ করছেন কৃষকরা।

বিজ্ঞাপন

গত মৌসুমে লোকসানের মুখ দেখায় বিভিন্ন এনজিও, মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আমন মৌসুমে চারা রোপণ শুরু করেছেন কৃষকরা। তবে কৃষকদের দাবি আমন ধানের দাম ভাল থাকলে বোরো মৌসুমের লোকসান কিছুটা তুলে নিতে পারবে বলে মনে করছেন কৃষকরা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/21/1566377476524.jpg

জানা যায়, গত বোরো মৌসুমে ধানের নিম্ন দামের কারণে উৎপাদন খরচ তুলতে ব্যর্থ হয়েছেন কৃষকরা। ফলে উৎপাদন খরচ বেশি ও ধানের ন্যায্য দাম না পেয়ে দিশেহারা জেলার হাজার হাজার কৃষক। এ মৌসুমে এ জেলায় অন্য কোনো ফসলের সম্ভাবনা না থাকায় বাধ্য হয়ে মহাজন থেকে ধার দেনা করে আমন ধান রোপণ করছেন কৃষকরা।

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার কৃষক আতাউর রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘বোরো ধান চাষ করে লোকসানে পড়ে আমি দিশেহারা। এসময় ধান ছাড়া অন্য আবাদ না হওয়ায় আমন ধান করেছি। যদি ধানের দাম ভাল পাই তাহলে লোকসান পুষিয়ে নিতে পারব।’

একই কথা জানালেন জেলার তেঁতুলিয়া উপজেলার নাওয়াপাড়া এলাকার কৃষক হবিবর রহমান। তিনি বলেন, 'হতাশা আর ঋণের বোঝা মাথায় নিয়ে ধান লাগিয়েছি। যদি ধানের দাম না পাই তাহলে এবার হয়তো জমি বিক্রি করে দেনা পাওনা পরিশোধ করতে হবে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/21/1566377485629.jpg

এদিকে, কৃষি বিভাগের তথ্যমতে, এবার পঞ্চগড় জেলায় ১ লক্ষ ৫ হাজার ৯১৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর উপ-পরিচালক আবু হানিফ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, 'বোরো ধানের চেয়ে আমন ধান চাষের উৎপাদন খরচ অনেক কম, কারণ সেচ খরচ নেই বললেই চলে। তবে আমন চাষে কৃষকদের লোকসানের ঝুঁকি কম রয়েছে। ধানের ভাল ফলনে আমরা বিভিন্ন সেবা ও পরামর্শ দেই কৃষকদের।'