কুষ্টিয়ায় অজ্ঞাত নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

মরদেহ উদ্ধার, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মরদেহ উদ্ধার, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর বাঁশের সাঁকো সংলগ্ন এলাকা থেকে ওই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর বাঁশের সাঁকো সংলগ্ন এলাকা থেকে ওই অজ্ঞাত নারীর বস্তাবন্দী মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঐ অজ্ঞাত নারীর বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন