কুষ্টিয়ায় পচা-বাসি খাবার বিক্রি, হোটেল মালিকের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার মিরপুরে ঘোষ সুইটস এন্ড হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুষ্টিয়ার মিরপুরে ঘোষ সুইটস এন্ড হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুষ্টিয়ার মিরপুরে নোংরা, পচা-বাসি খাবার বিক্রয় করার অপরাধে ঘোষ সুইটস এন্ড হোটেলের মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার নিমতলা বাজারে এই অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহম্মেদ।

তিনি জানান, নিয়মিত বাজার অভিযানের প্রেক্ষিতে সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। উপজেলার নিমতলা বাজারে ঘোষ সুইটস এন্ড হোটেলে নোংরা, পচা, বাসি ও অস্বাস্থ্যকর খাবার এবং মরা পোকামাকড় মিশ্রিত মিষ্টি ও মিষ্টান্নদ্রব্য মজুদ ও বিক্রয় করার অপরাধে হোটেলের মালিক অখিল কুমার ঘোষকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান, জেলা বাজার কর্মকর্তা মো: রবিউল ইসলাম প্রমুখ।