কাফনের কাপড় পরে দুর্নীতির প্রতিবাদ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ডিসি অফিসে আশরাফুল ইসলাম,  ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ডিসি অফিসে আশরাফুল ইসলাম, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানাতে কাফনের কাপড় পরে ডিসি অফিসে অবস্থান করেন আশরাফুল ইসলাম (৩৫) নামে এক যুবক।

রোববার (১৮ আগস্ট) তিনি ঘণ্টাব্যাপী ডিসি অফিসে অবস্থান করেন। পরে বিকেলে আশরাফুলের অবস্থান শেষে জেলা প্রশাসক আবদুল মতিন প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

বিজ্ঞাপন

আশরাফুল ইসলাম পলাশবাড়ী উপজেলার উদয়সাগর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন গণমাধ্যমকর্মী।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/18/1566125561736.jpg

 

পলাশবাড়ী উপজেলা প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানাতে টানা ৭১ দিন কাফনের কাপড় পরে দেশের বিভিন্ন স্থানে অবস্থান নেবেন আশরাফুল ইসলাম। গত ১০ আগস্ট থেকে তার এই আন্দোলন শুরু হয়েছে। এর আগে আশরাফুলকে কাফনের কাপড় পরিয়ে বিদায় জানান তার মা আছমা বেগম।

আশরাফুল ইসলাম অভিযোগ করে বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, পলাশবাড়ী উপজেলা প্রশাসন ভিজিএফ, ভিজিডিসহ বিভিন্ন প্রকল্পে অনিয়ম করে আসছে। এসব অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ জানানোর জন্য এই উদ্যোগ।’

তিনি আরও জানান,  এরপর বিভাগীয় কমিশনারের কার্যালয়, জাতীয় প্রেসক্লাব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

আরও পড়ুন,

দুর্নীতির প্রতিবাদে ৭১ দিন কাফনের কাপড় পরবেন আশরাফুল