বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩ হাজার হতদরিদ্র রোগী
কুষ্টিয়ায় তিন হাজার হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিনামূল্যে রক্ত পরীক্ষাও করা হয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) দিনব্যাপী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালিত হয়। মানবতার হাতকে প্রসারিত করে 'আমরা ক’জন স্বেচ্ছাসেবী সংগঠনের’ উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ২৫ জন বিভিন্ন বিষয়ের উপর বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৩ হাজার রোগীকে সবা প্রদান ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।
আমরা ক’জন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কুষ্টিয়া মেডিকেল কলেজের লেকচারার ডা. মোছাদ্দেক রেজা রিপন বলেন, ‘২০০৩ সাল থেকে আমরা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সেবায় বিভিন্ন সহযোগীতামূলক কাজ করে যাচ্ছি। শুধু ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের মূল লক্ষ্য না। অনেক পরিবার আছে যারা অর্থের অভাবে চিকিৎসা নিতে পারে না। এমন মানুষের পাশে সেবার মানসিকতা নিয়ে আমরা পাশে দাঁড়াতে চাই। এছাড়াও আমরা বিভিন্ন সময় গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণসহ সামাজিক কর্মকাণ্ড করে থাকি।’