ঈদগাহ মাঠের গেট ধসে বৃদ্ধ নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া ঈদগাহ মাঠের গেটের ছাদ ধসে তাসকিন উদ্দিন মন্ডল (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১২ আগস্ট) ঈদুল আজহার জামাত শেষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসকিন উদ্দিন মন্ডল উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ বৃদ্ধ সোমবার সকালে ঈদুল আজহার নামাজ আদায় করতে ফুলপুকুরিয়া ঈদগাহ মাঠে যান। নামাজ আদায় শেষে মাঠ থেকে বের হওয়ার সময় হঠাৎ ঈদগাহ মাঠের গেটের ছাদ ধ্সে তাসকিন উদ্দিনের মাথার উপর পড়লে তিনি গুরুতর আহত হন।

আগদ অবস্থায় তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বৃদ্ধের নাতী অ্যাড. রশেদ খান মুন মৃত্যুর এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে গুমানিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এসএম রিপন বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় খুশির দিনে ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।