গাইবান্ধার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে পড়ল ঈদ আনন্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঈদ আনন্দ ভাগাভাগি করতে গাইবান্ধার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া হল ঈদ আনন্দ।

রোববার (১১ আগস্ট) বিকেলে জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার উদ্যোগে ৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী (সেমাই, দুধের প্যাকেট, চিনি, চিড়া, মুড়ি, গুর, বিস্কুট, তেল, সবান) বিতরণ করা হয়। এছাড়া ৫০ জন শিশুকে ঈদের নতুন জামা দেওয়া হয়।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/11/1565542365385.jpg

বিজ্ঞাপন

ঈদে অভিভাবক ও শিশুদের সুস্থ থাকার জন্য মেডিকেল চেক আপ, ব্ল্যাড গ্রুপিং এবং বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। ডেঙ্গু মশা রোধ কল্পে ৫০টি পরিবারের মাঝে মশারি ও গামছা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা বিএমএ সভাপতি ডা. শহীদুজ্জামান হারুন, এভারগ্রীন জুম বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. রাজিব সরকার, সমন্বয়ক মো. মেহেদী হাসান, আসিফ রিয়ন, আতিকুর রহমান, সদস্য সুমন শাহ, এনটি সম্মণ, নিশাদ বাবু, নাজমুল ইসলাম, কনা, নিশাত তাসনিম, সাকু মিয়া, মানিক মিয়া, সিফাত, রুবেলসহ অনেকে।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/11/1565542380081.jpg