বুড়িমারী স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের প্রশাসনিক ভবন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের প্রশাসনিক ভবন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ভারত–বাংলাদেশের দুই স্থল বন্দরের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে আট দিনের ছুটিতে থাকবে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। তবে ঈদে ঘুরতে যাওয়া পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১৭ আগস্ট) বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, 'এ বিষয়ে উভয় দেশের ব্যবসায়ী সংগঠন, কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ইমিগ্রেশনের মধ্যে পত্র বিনিময় করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংড়াবান্দা শুল্ক স্টেশন উভয় দেশের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে ৯ থেকে ১৬ আগস্ট পর্যন্ত টানা আটদিন ছুটি থাকবে।'

বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) খন্দকার মাহমুদ বলেন, 'ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।'