মেহেরপুরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ডেঙ্গু রোগীদের মশারির ভেতর রেখে চিকিৎসা দেয়া হচ্ছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ডেঙ্গু রোগীদের মশারির ভেতর রেখে চিকিৎসা দেয়া হচ্ছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মেহেরপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রোববার (৪ আগস্ট) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে দুই রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে একজন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও অপরজন সাড়ে তিন বছর বয়সী শিশু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার দুপুর পর্যন্ত মেহেরপুর জেলায় ১৭ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এদের মধ্যে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন, মেহেরপুর জেনারেল হাসপাতালে ৪ জন ভর্তি রয়েছে। দু’জন স্বেচ্ছায় ভর্তি হয়েছেন কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

বিজ্ঞাপন

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু আক্রান্ত রোগীদের তদারকির দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ সজিব উদ্দীন স্বাধীন বলেন, ‘সরকারের ন্যাশনাল প্রটোকল গাইডলাইনস রয়েছে তা আমরা ফলো করে চিকিৎসা দিচ্ছি। সেই গাইডলাইনস অনুযায়ী আমরা ডেঙ্গু রোগীদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি। এ পর্যন্ত যে রোগীগুলো এসেছেন তাদের ক্যাটাগরি ‘এ’। তাদের শারীরিক অবস্থা ভালো।