বাংলাবান্ধায় ঈদ উপলক্ষে ৯ দিন আমদানি-রফতানি বন্ধ  

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাবান্ধা স্থলবন্দর

বাংলাবান্ধা স্থলবন্দর

দেশের একমাত্র চতুর্থ দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় মুসলামনাদের ধর্মীয় উৎসব  ঈদুল আজহার উপলক্ষে ৯দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছে পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন।

শুক্রবার (২ আগস্ট) দিবাগত রাতে এক চিঠির মাধ্যমে ৯দিন আমদানি-রফতানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা। তবে বন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাবান্ধা ইমিগ্রেশন কর্তৃপক্ষ।      

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/03/1564808848863.jpg

জানা যায়, আগামী ৮ আগস্ট পর্যন্ত ভারত, নেপাল, ভুটানের সঙ্গে আমদানি-রফতানি চালু থাকবে। পবিত্র ঈদুল আজহার উপলক্ষে উভয় দেশের সিএন্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আগামী ৯ আগস্ট থেকে মোট ৯ দিন ছুটি ঘোষণা করা হয়।          

পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ' আগামী ৯ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সরকারি ছুটিসহ মোট ৯ দিন বন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ থাকবে এবং ১৯ আগস্ট  (সোমবার) থেকে এ বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হবে।