৫০ হাজার বৃক্ষ রোপণ করবে আজিজ পাইপস্ লি.

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ফরিদপুরে  জিজ পাইপস্ লিমিটেডের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত,  ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ফরিদপুরে জিজ পাইপস্ লিমিটেডের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

'শত বৃক্ষ করবো রোপণ-রোধ করবো বায়ু দূষণ' স্লোগান নিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে ৫০ হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে প্লাস্টিক পাইপ কারাখানা আজিজ পাইপস্ লিমিটেড কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টায় ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের অমিরাবাদে অবস্থিত আজিজ পাইপস্ লিমিটেডের কারখানা প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.মনিরুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা এনামুল হক ভূইয়া, আজিজ পাইপস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার, মাচ্চর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ মুন্সী বক্তব্য দেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/01/1564649383570.jpg
একটি বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির শুরু করা হয় 

 

এসময় উপস্থিত ছিলেন কোম্পানি সচিব ও এজিএম এ এইচ এম জাকারিয়া, কারখানা ব্যবস্থাপক শেখ ফরিদ আহম্মেদ, আজিজ পাইপস্ লিমিডেটের কর্মকর্তা মোস্তফা কামাল, দিদার উদ্দীন প্রমুখ।

আলোচনা সভা শেষে কারখানা প্রাঙ্গণে অতিথিরা একটি বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। পরে অতিথিদের নিয়ে কারাখানায় কর্মরত ২ শতাধিক শ্রমিক ব্যান্ডপার্টি নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে শিবরামপুর স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, আজিজ প্লাস্টিক পাইপ মিল, আজিজ পাইপস্ লিমিটেড, আরডি একাডেমী, এএইচ ফিশারিজ, শিবরামপুর ইসলামিক এডুকেশন সেন্টার, বিষ্ণুপুর মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই পঞ্চাশ হাজার গাছ লাগানো হবে।