গাইবান্ধায় মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটুয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধার মানচিত্র, ছবি: সংগৃহীত

গাইবান্ধার মানচিত্র, ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফলপড়া বিলে চাচার সঙ্গে মাছ ধরতে গিয়ে সাব্বির হোসেন (৭) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ জুলাই) এ ঘটনা ঘটে। শিশু সাব্বির হোসেন কোচাশহর ইউনিয়নের ফুলপড়া গ্রামের ছামছুল আলমের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শিশু সাব্বির তার চাচা সাজু মিয়ার সঙ্গে বাড়ির পাশে বিলে মাছ ধরতে যায়। এ সময় সাজু মিয়া তার ভাতিজা সাব্বির ও তার পাঁচ বছর বয়সের ছেলেসহ দুজনকে বিলের এক পাশে কলার গাছের ভেলার ওপর বসিয়ে রেখে বিলে মাছ ধরতে যায়। এ সময় শিশুর চাচা জাল বাইতে বাইতে একটু দূরে চলে গেলে শিশুটি ভেলা থেকে পানিতে পড়ে যায়।

বিলে জাল দেয়া শেষে সাজু মিয়া লক্ষ্য করেন ভেলায় শুধু তার শিশু বসে আছে, ভাতিজা নেই। ছেলেকে জিজ্ঞেস করলে ছেলেটি বলে সাব্বির পানিতে লাফ দিয়েছে। চাচা সাজু মিয়া পানিতে খুঁজে শিশুটিকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।

মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল বলেন, 'অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আমি উপস্থিত থেকে জানাজা দাফন সম্পূর্ণ করে এলাকাবাসীসহ শিশুটির বাবা মাকে শান্তনা দিয়েছি।'