শিক্ষাবৃত্তি পেলো আদিবাসী শিক্ষার্থীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়ন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

আদিবাসী শিক্ষার্থীদের শতভাগ লেখাপড়া নিশ্চিত করার লক্ষে  এই  বৃত্তি দেওয়া হয়,  ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আদিবাসী শিক্ষার্থীদের শতভাগ লেখাপড়া নিশ্চিত করার লক্ষে এই বৃত্তি দেওয়া হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আদিবাসী শিক্ষার্থীদের শতভাগ লেখাপড়া নিশ্চিত করার লক্ষে সরকারি উদ্যোগে তাদের বিশেষ বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে 'আদিবাসী শ্রমজীবি সমবায় সমিতি'র অনুকূলে শিক্ষার্থীদের মাঝে বিশেষ বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। 

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/24/1563980164637.jpg
'আদিবাসী শ্রমজীবি সমবায় সমিতি'র অনুকূলে শিক্ষার্থীদের মাঝে বিশেষ বৃত্তি ও শিক্ষা উপকরণ দেওয়া হয় 

 

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, 'বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। বিনা বেতন অধ্যায়নসহ তাদের শিক্ষা বৃত্তি ও উপকরণ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। কোন পরিবারের সন্তান যেন প্রাথমিক শিক্ষা থেকে বাদ না পড়ে তার জন্য সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।' 

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

অনুষ্ঠানে কুষ্টিয়া সদর উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের জন্য ৬ লাখ ৩ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।