ফরিদপুরে গাঁজা গাছের বাগান!

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

গাঁজা গাছসহ বাগানের মালিক জিলান সরদার। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

গাঁজা গাছসহ বাগানের মালিক জিলান সরদার। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ভাষানচর এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা গাছের বাগান করে মাদক ব্যবসা করা হচ্ছিল।

রোববার (২১ জুলাই) অভিযান চালিয়ে শতাধিক গাঁজা গাছসহ বাগানের মালিক জিলান সরদার নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৮।

বিজ্ঞাপন

র‌্যাবের কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, ভাষানচর এলাকায় অভিযান চালিয়ে একটি গাঁজার বাগানের সন্ধান পায় র‌্যাব। ওই বাগানে প্রায় শতাধিক গাঁজা গাছ ছিল।

অভিযানের সময় বাগানের মালিক জিলান সরদারকেও আটক করা হয়। আটককৃত জিলান সরদার অধিক মুনাফার লোভে দীর্ঘদিন ধরে এই গাঁজার বাগান করে আসছিলেন। বাগান থেকে আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ২ থেকে ৩ লাখ টাকা।

পরে আটককৃত গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ীকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক মামলা করা হয়েছে।