বন্যার পানিতে নিমজ্জিত গাইবান্ধা গোরস্থান

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

বন্যার পানিতে প্লাবিত গাইবান্ধা পৌর গোরস্থান/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বন্যার পানিতে প্লাবিত গাইবান্ধা পৌর গোরস্থান/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা পৌর গোরস্থান বন্যার পানির নিচে তলিয়ে রয়েছে। ফলে বর্তমানে এই গোরস্থানে মৃত ব্যক্তিদের দাফন করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। চলমান বন্যায় গোরস্থানে প্রায় দুই ফুট পানি জমেছে।

জানা যায়, ১৯৩৬ সালে এই গোরস্থানটি প্রতিষ্ঠিত হয়ে। এর পর থেকে বিভিন্ন এলাকার কয়েক লাখ মৃত্যু মানুষকে এখানে কবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/21/1563682960561.gif

গোরস্থানটির দায়িত্বরত কর্মী আলতাফ মিয়া বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘শনিবার এক মৃত ব্যক্তির জন্য এখানকার একটু উঁচু জায়গায় কবর খনন করা হয়। তখন খনন করা কবরটিতে পানি উঠতে থাকে। ঐ অবস্থায়ই তাকে দাফন করা হয়েছে।’

গোরস্থানটির কেয়ারটেকার আ: ছোবাহান টুলু বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘এবারের ভয়াবহ বন্যায় গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পর গত চারদিন ধরে পৌর গোরস্থানে প্রায় দুই ফুট পানি জমে আছে।’