কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
কুষ্টিয়ায় দুই দল মাদক ব্যবসায়ী ও পুলিশের ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হররা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পিস্তলের দুই রাউন্ড গুলি ও ৩৮০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।
নিহত রফিকুল কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোহন আলীর ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, রাত সাড়ে ১২টার দিকে হররা এলাকায় দুই দল মাদক কারবারির মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় রফিকুলকে দেখতে পায় পুলিশ। পরে রফিকুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
রফিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় দু’টি অস্ত্র মামলা ও পাঁচটি মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি।