মেহেরপুরে ভারতীয় মাদক ব্যবসায়ী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

মেহেরপুরে এক কেজি গাঁজাসহ ভারতীয় যুবক আটক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মেহেরপুরে এক কেজি গাঁজাসহ ভারতীয় যুবক আটক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মেহেরপুরে সুমন শেখ (২৮) নামের ভারতীয় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

ডিবি ওসি কেএম রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে গাংনী উপজেলার নওপাড়া এলাকা থেকে তাকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আটক করে। নওপাড়া বাজারে বিক্রির উদ্দেশ্যে ভারত থেকে এক কেজি গাঁজা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সে। তার নামে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃত সুমন শেখের বাড়ি ভারতের নদীয়ার মুরুটিয়া উপজেলার মথুরাপুর গ্রামে। গাংনী উপজেলার মথুরাপুর গ্রামে ভারতীয় কাঁটাতারের সাথে তার বাড়ি। পিতার নাম মৃত সেলিম শেখ। তার কাছে কোনো ভিসা-পাসপোর্ট নেই। অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। দীর্ঘদিন যাবত অবৈধ উপায়ে বাংলাদেশে প্রবেশ করে পেশাদার মাদক ব্যবসায়ীদের সঙ্গে মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে জানান সুমন। 

বিজ্ঞাপন