বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এরশাদুল হক (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (৭ জুলাই) সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪৫/২ নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত বাংলাদেশি এরশাদুল হক পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকার মৃত এসছানুল হকের ছেলে।

সীমান্তবাসী জানায়, সকালে গরু নিয়ে বুড়িমারী ৮৪৫/২ নং সীমান্ত পিলার এলাকার ভারতীয় অংশে অবৈধ প্রবেশ করে কয়েকজন। পরে ফেরার পথে ওই সীমান্তের প্রায় ২০ গজ ভেতরে ভারতের অভ্যন্তরে চেংরাবান্ধা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে একটি গুলি লেগে এরশাদুল হক মারা যান।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর আলী জানান, সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করতে সীমান্ত এলাকায় পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

এ বিষয়ে কথা বলতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।