এখন সাইকেলে করে বিদ্যালয়ে যাবে তারা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

নতুন বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে ছাত্রীরা। ছবি: বার্তা২৪.কম

নতুন বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে ছাত্রীরা। ছবি: বার্তা২৪.কম

সারিবদ্ধ হয়ে বাইসাইকেলের হাতল ধরে দাঁড়িয়ে ছিল অর্ধশতাধিক ছাত্রী। এদের সবার বাড়ি বিদ্যালয় থেকে অনেক দূরে এবং দরিদ্র ঘরের সন্তান। বহুদূর থেকে পায়ে হেঁটে এসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে তারা।

এসব দরিদ্র অর্ধশতাধিক মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেয়া হয়েছে। বাইসাইকেল পেয়ে খুবই খুশি তারা। ছাত্রীরা জানায়, এই সাইকেলে করেই প্রতিদিন বিদ্যালয়ে আসবে তারা।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/04/1562247432068.jpg

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনের সামনে ওই বাইসাইকেলগুলো বিতরণ করা হয়। আর এগুলো বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরজ্জামান আহমেদ। মন্ত্রীর হাত থেকে বাইসাইকেল পেয়ে খুশি ৫৫ জন ছাত্রী।

কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ জানান, ওই দরিদ্র মেধাবী ছাত্রীদের যাতে বিদ্যালয়ে যেতে কোনো সমস্যা না হয় তাই বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এখন সাইকেলে করে বিদ্যালয়ে যাবে তারা। ছাত্রীরা যেন শিক্ষার আলোয় আলোকিত হয়ে বহুদূর যেতে পারে সেই লক্ষ্যে কাজ করা হবে।