শিক্ষার্থীরাই রুখবে দুর্নীতি: সমাজকল্যাণমন্ত্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, ছবি: বার্তা২৪.কম

বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, ছবি: বার্তা২৪.কম

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ৩৯৮ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী আরো বলেন, ‘মানুষের যেমন বেঁচে থাকা প্রয়োজন, তেমনি শিক্ষাও প্রয়োজন। শিক্ষার মান উন্নত হচ্ছে। মেধাবীসহ সব শিক্ষার্থীর লেখাপড়ার খরচ বহন করছে সরকার। শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ দিচ্ছে সরকার। যাতে বাংলাদেশের ছেলে-মেয়েরা কোনোভাবেই শিক্ষা থেকে বঞ্চিত না হয়।’

‘দেশের মানুষ উন্নয়নের পক্ষে আছে, আগামীতেও থাকবে। দেশবাসী আজ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ বুঝতে পেরেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এদেশের উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের মানুষ এখন জেগে উঠেছে। দুই/একটি কোকিলের ডাকে যেমন বসন্ত আসে না, তেমনি দুই/একজন স্বাধীনতা বিরোধীর কথায় দেশের মানুষ বিভ্রান্ত হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু ও নারীদের নিয়ে স্বপ্ন দেখেন। সে কারণে দেশের নারীরা এখন অনেক এগিয়ে,’ যোগ করেন মন্ত্রী।

এর আগে ৩৯৮ জন শিক্ষার্থীর মধ্যে এডিপির অর্থায়নে বাইসাইকেল, টিফিন বক্স, বেঞ্চ, ফ্যান ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করেন মন্ত্রী।

বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, ভাইস চেয়ারম্যান কমল কৃঞ্চ রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান।