সাদুল্লাপুরে বিআরডিপি’র অবহিতকরণ কর্মশালা

  • তোফায়েল হোসেন জাকির, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

পল্লী দরিদ্র দূরীকরণ প্রকল্পে বক্তারা বক্তব্য রাখছেন,  ছবি: বার্তা২৪.কম

পল্লী দরিদ্র দূরীকরণ প্রকল্পে বক্তারা বক্তব্য রাখছেন, ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধা সমন্বিত পল্লী দরিদ্র দূরীকরণ প্রকল্প বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা সাদুল্লাপুরে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করেন সাদুল্লাপুর উপজেলা বিআরডিপি বিভাগ।

বিজ্ঞাপন

অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেন, এ প্রকল্পের আওতায় দরিদ্র দূরীকরণ লক্ষ্যে দল বা সমিতি গঠন করা হবে। প্রত্যেক দলের সদস্যদের আয় বর্ধকমূলক ঋণ সহায়তা দিয়ে তাদের কর্মসংস্থান গড়ে তোলা হবে। 

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নবীনেওয়াজ। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, আরডিএ অফিসার আব্দুল্লাহীল মেজবাউল ইসলাম, উপজেলা বিআরডিপি’র সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, সাংবাদিক শাহজাহান সোহেল, মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আকতার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুর বারীসহ অনেকে।