গাংনীতে দুই গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছাবি: সংগৃহীত

ছাবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় দুই গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ মনিরুল ইসলাম (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) দিনগত রাত ২টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কসবা কচুখালী গ্রামের মাঠে এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত মনিরুল ইসলাম কসবা গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে। সন্ত্রাসী, চাঁদাবাজি ও বোমাবাজির ঘটনায় তার নামে গাংনী থানায় ৯ টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, কসবা ও কচিখালি গ্রামের মাঝামাঝি মাঠে সন্ত্রাসীদের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে কসবা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছানোর আগেই সংঘর্ষ বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে গুলিবিদ্ধ একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। স্থানীয়রা তাকে মনিরুল ইসলাম বলে পরিচয় নিশ্চিত করেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।