কুষ্টিয়ায় গৃহবধূ খুন, সাবেক স্বামী আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সাবিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের সাবেক স্বামী বাদশা আলী খাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হেলালপুরে গ্রামের বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের ছেলে বাঁধন হোসেন মামলা করেছেন। তিনি জানান, গত ৬-৭ বছর আগে তার বাবার সঙ্গে মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। এ নিয়ে আদালতে পারিবারিক মামলা চলমান রয়েছে।

মামলায় বাঁধন হোসেন উল্লেখ করেন, ঘটনার দিন সাবিনা তার সাবেক স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এরপর রাতের কোন একসময় সাবিনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে চাদর দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, ময়না তদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাবেক স্বামীসহ আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুতই আসামিকে চিহ্নিত করা সম্ভব হবে।