কচ্ছপ ফেলে পালালো বিক্রেতা
কুষ্টিয়ার কুমারখালীতে বাজারে বিক্রি করতে আসা একটি কচ্ছপ ফেলে পালিয়েছে বিক্রেতা। এসময় কচ্ছপটি উদ্ধার করে কুমারখালী থানা পুলিশ।
শনিবার (২২ জুন) সকালে কুমারখালী উপজেলা বাজারে এ ঘটনা ঘটে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে এম মিজানুর রহমান জানান, শনিবার সকালে কয়েকজন পুলিশ সদস্য কেনাকাটা করতে বাজারে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন একটা বস্তা রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তার মধ্যে ৫০/৬০ বছরের একটি বিরল প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। বিক্রয়ের উদ্দেশ্যে কচ্ছপটি বাজারে নিয়ে আসা হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্রেতা পালিয়ে যায়।
তিনি বলেন, ‘কচ্ছপটি থানার চৌবাচ্চাতে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মাধ্যমে কচ্ছপটি চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করা হবে।’