নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

লাশ উদ্ধারের পর শোকাহত পরিবার, ছবি: সংগৃহীত

লাশ উদ্ধারের পর শোকাহত পরিবার, ছবি: সংগৃহীত

মেহেরপুরের ছেউটিয়া নদীতে গোসল করতে গিয়ে ফাতেমা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে গোসল করার সময় অসাবধনতাবশত পানিতে ডুবে মারা যান ফাতেমা খাতুন। সে মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামের বাদশা মন্ডলের স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষাখোলা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছেউটিয়া নদী। নদীর পুনঃখননের কাজ চলায় গভীরতা বেড়েছে। বেড়েছে পানির পরিমাণ। প্রতিদিনের মতো ফাতেমা খাতুন দুপুরে নদীতে গোসল করতে গিয়েছিলেন। গোসল শেষে পাড়ে ওঠার সময় অসাবধানতাবশত তিনি পানিতে ডুবে যান। এ সময় আশেপাশে কেউ ছিলনা। মৃত্যুর পর তার মরদেহ পানিতে ভেসে ওঠে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার।