গিদারীতে এলাকাবাসীর উদ্যোগে রাস্তা পুনর্নির্মাণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধা সদর উপজেলার গিদরী মধ্যপাড়ায় প্রায় তিন লাখ টাকা ব্যয়ে একটি কাঁচা রাস্তা পুনর্নির্মাণ করেছে স্থানীয়রা।

জানা যায়, দীর্ঘদিন আগে ওই গ্রামের দুলা মিয়ার বাড়ি হতে মাহাবুরের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তা ভেঙে যায়। এতে প্রায় ৫০০ পরিবারের মানুষ চলাচলের ক্ষেত্রে দুর্ভোগে পড়ে। কিন্তু রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকলেও বিষয়টি নজরে আসেনি কোনো জনপ্রতিনিধির। ফলে দীর্ঘদিনের এই দুর্ভোগ লাগবে গ্রামবাসী নিজেরাই রাস্তাটি সংস্কার করে।

বিজ্ঞাপন

রোববার (৯ জুন) সকালে এলাকাবাসী নবনির্মিত রাস্তাটি চলাচলের জন্য উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন-অর-রশীদ ইদু, সদস্য আলতাফ হোসেন, গিদারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ সভাপতি আতাউর রহমান আতা, ওয়ার্ড সেক্রেটারি মাহবুর ইসলাম, আবু তালেব, কুতুবউদ্দিন, হায়দার আলী সরকার, কবীর মিয়া, গোলজার হোসেন, মতিন মিয়া, স্বপন মিয়াসহ অনেকে।