খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

খালের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

খালের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সহোদর দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দুইটার দিকে মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের চানপুর গ্রামের একটি খালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, চানপুর গ্রামের দিনমজুর আলম মিয়ার ছেলে তামিম (৫) ও শামীম (৪)।

বিজ্ঞাপন

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে তামিম ও শামীম পরিবারের লোকজনের অগোচরে হাঁটতে হাঁটতে বাড়ির সামনের খালের পাড়ে গিয়ে খেলা করছিলো। খেলতে খেলতে শামীম খালের পানিতে পড়ে গেলে তামিম তাকে তুলতে যায়, পরে দুজনই পানিতে ডুবে যায়। খালের পাড়ে থাকা অন্য শিশুরা বিষয়টি টের পেয়ে দৌড়ে গিয়ে তাদের পরিবারকে জানায়। পরিবারের লোকেরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

গাগলাজুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, একই পরিবারের দুই সন্তানের মৃত্যুর খবরটি অত্যন্ত দুঃখজনক। তবে বর্ষাকালে হাওর এলাকার প্রত্যেক শিশুর বাবা-মায়ের তাদের শিশুদের চলাফেরা সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখা উচিত।