গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে হবে: শামা ওবায়েদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ফরিদপুরে ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ/ ছবি: বার্তা২৪.কম

ফরিদপুরে ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ/ ছবি: বার্তা২৪.কম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। আর এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’

শনিবার (১ জুন) নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির আয়োজনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শামা ওবায়েদ বলেন, ‘বিএনপির সকল নেতাকর্মীদের ধৈর্য্য ধারণ করে দলের জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে, আওয়ামী লীগ সরকার জোর করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। রাজনৈতিক প্রতিহিংসায় দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে। অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে বিএনপি।’

নগরকান্দা উপজেলা বিএনপির উপদেষ্টা গিয়াস উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদ পারভেজ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-সম্পাদক হাফিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি রাজিব আহম্মেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল প্রমুখ।