গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ২ জনের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ময়না বেগম (৩৬) ও সুমন মিয়া (৯) নামে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) পৃথকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার দরবস্ত ইউনিযনের গোসাইপুর গ্রামে শুক্রবার রাতে ঝড় বৃষ্টিতে বাঁশের খুঁটি ভেঙে গিয়ে বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ঝুলে পড়ে। এ অবস্থায় শনিবার দুপুরে গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী ময়না বেগম ঝুলে পড়া বৈদ্যুতিক তারের নিচ দিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ময়না বেগমের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এদিকে, উপজেলার কামারদহ ইউনিয়নের সতীতলা গ্রামের ভ্যান চালক রেজ্জাকুল ইসলাম তার ভ্যানের ব্যাটারি চার্জ দেওয়ার সময় ভ্যানগাড়িটির বৈদ্যুতিক তার লিক করে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় ভ্যান চালকের শিশু ছেলে সুমন ভ্যানটি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।