মোহনগঞ্জে পিতলের মূতির্কে স্বর্ণ বলে বিক্রি, আটক ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

পিতলের মূর্তি

পিতলের মূর্তি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পিতলের মূতির্কে স্বর্ণের মূর্তি বলে বিক্রিকালে তিন প্রতারককে আটক করেছে পুলিশ।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার (১২ মে) বিকেলে নেত্রকোনা আদালতে পাঠানো হয়। পরে তাদের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, ওই তিন প্রতারক মদন থানার গোবিন্দশ্রী গ্রামের গফুর মিয়ার ছেলে রবিউল ইসলাম, মোহনগঞ্জ থানার খিদিরপুর গ্রামের রুস্থম আলীর ছেলে মনির হোসেন ও আটপাড়া থানার শ্রীরামপাল গ্রামের এংরাজ মিয়ার ছেলে বুলবুল মিয়া।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী জানান, সিলেটের বিয়ানীবাজার থেকে ৪০০ গ্রামের একটি রাধা মূর্তি এক লাখ টাকায় ক্রয় করে শনিবার (১২ মে) রাতে মোহনগঞ্জের সোহেল নামে এক ব্যক্তির কাছে ছয় লাখ টাকায় বিক্রি করার সময় মোহনগঞ্জের কাজিহাটি থেকে মূর্তিসহ তিন প্রতারককে আটক করা হয়।