কুষ্টিয়ায় রাতের আঁধারে মেহগনি-কলা গাছ কর্তন
কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে শতাধিক কলা ও ৩০টা মেহগনি গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৯ মে) গভীর রাতে উপজেলাধীন যদু-বয়রা ইউনিয়নের ছাতিয়ান গ্রামে রাতের আধারে দুর্বৃত্তরা এসব গাছ কর্তন করে।
ছাতিয়ান গ্রামের বাসিন্দা জুয়াদ আলী মণ্ডলের জমিতে গাছগুলো লাগান ছিল।
শুক্রবার (১০ মে) জুয়াদ আলী মণ্ডলের ছেলে শাহদাত আলী মণ্ডল বলেন, 'পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা রাতের আঁধারে ১০ কাঠা জমির শতাধিক কলাগাছ ও ৩০টি মেহগনি গাছ কর্তন করেছে।' মাঝে মাঝেই এমন ঘটনা ঘটে বলেও জানান তিনি।
এ ব্যাপারে অজ্ঞাত কয়েকজনের নামে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এরকম কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।