স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, ছবি: বার্তা২৪.কম

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, ছবি: বার্তা২৪.কম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন,আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। এ সরকার প্রতিটি সেক্টরে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছেন। সেই সঙ্গে সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দ্রুত রোগী পরিবহনের জন্য প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু ও জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন প্রমুখ।