ফণী: বৃষ্টিতে পানিবন্দী সুইপার কলোনিবাসী
মেহেরপুরের গাংনীর সুইপার কলোনিবাসী পানিবন্দী অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শনিবার (০৪ মে) মেহেরপুরে ভারী বর্ষণ হয়। এতে সুইপার কলোনির মধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
জানা গেছে, গাংনী পৌরসভা এলাকায় যারা পরিচ্ছন্নতার কাজ করে তারাই মূলত ওই সুইপার কলোনিতে বাস করে। এখানে টিনের দেওয়াল ও টিনের ছাউনির বেশ কয়েকটি ঘর রয়েছে। সুইপারদের ৯টি পরিবারের প্রায় ৫০ জন সদস্য রয়েছে। এদের মধ্যে কয়েকজন শিশু। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিশুদের নিয়ে বেশি বিপদে পড়েছে তারা।
সুইপার কলোনির বাসিন্দা কৃষ্ণা বলেন, ‘বৃষ্টি হলেই এ কলোনিতে পানি আটকে যায়। এখন চলাফেরা ও রান্নাবান্না নিয়ে চরম বিপাকে আছি।’
সুইপার কলোনির কয়েকজন নারী বলেন, ‘বৃষ্টি হলেই এভাবে পানি জমে থাকে। ছেলেমেয়ে নিয়ে আমরা কোথায় যাব? দ্রুত এ সমস্যার সমাধান চাই।’
গাংনী পৌরসভার একটি সূত্র জানায়, জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। আর সুইপার কলোনি গাংনী শহরের এক পাশে স্থানান্তর করা হবে। এ কাজটি সম্পন্ন হলে তাদের সমস্যার সমাধান হবে।